Chinese Bank Chief Signs Agreement to Launch Grameen Microcredit in China
25 Nov, 2016  
Fig: Chinese Bank Chief Signs Agreement to Launch Grameen Microcredit in China

Yunus Centre Press Release (25 November, 2016)

 President of Leading Chinese Bank calls on Professor Yunus to sign an agreement with Grameen Trust for replicating Grameen microcredit on large scale in China

Mr.WangJiong, President of ZhongYuan Bank Co., Ltd., China with his four member delegation met Nobel Laureate Professor Muhammad Yunus at Yunus Centre on 24th November 2016 to sign an agreement to replicate Grameen model on a large scale in China. ZhongYuan Bank Co., Ltd is a nationwide bank in China with 13,000 employees. The bank is headquartered in Zhengzhou, capital of Henan province. The province is the heartland of China, with a population of over 100 million.The bank was officially launched on December 26, 2014, integrating thirteen commercial banks.

A tripartite agreement was signed among ZhongYuan Bank , Grameen Limited (China), a social business promoting company in China, and Grameen Trust. Mr. Wang Jiong, President of ZhongYuan Bank Co., Ltd., Mr Gao Zhan from Grameen Ltd China and Mr Abdul Hai Khan General Manager of Grameen Trust signed the in presence of Nobel Laureate Professor Muhammad Yunus and Professor H.I. Latifee, Managing Director Grameen Trust.

The agreement was signed with the aim to have the parties to work together to set up Grameen microcredit programme for the bank based on the principle of social business. The bank will immediately start prototype development in several experimental branches in Henan province with experts from Grameen Trust.After successful prototype development the bank will expand its micro loan programme through its nationwide branch network with the guidance from Grameen Trust.

President of Zhongyuan Bank was accompanied by the Vice President as well as Head of the Microcredit Department of the bank. Professor Yunus was invited by the bank chief to visit his bank and addreess the employees of the bank to inspire them to serve the poor.

Photo Caption 2: Nobel Laureate Professor Muhammad Yunus and Professor H.I. Latifee, Managing Director Grameen Trust oversaw the agreement signing among ZhongYuan Bank, Grameen Limited,(China), and Grameen Trust at Yunus Centre on 24 November,2016 for the implemention of Grameen microcredit in Henan province and beyond, in China.

Photo Caption 3: Nobel Laureate Professor Muhammad Yunus, Professor H.I. Latifee, Managing Director Grameen Trust Mr.Wang Jiong, President of ZhongYuan Bank Co., Ltd and members of his delegation, Mr Gao Zhan Grameen Ltd China, Lamiya Morshed, Executive Director of Yunus Centre, Mr Abdul Hai Khan General Manager of Grameen Trust are seen after signing of agreement among ZhongYuan Bank, Grameen Limited (China), and Grameen Trust at Yunus Centre on 24 November,2016.

 

------------------------

প্রেস রিলিজ

চীনা ব্যাংকের প্রধান কর্তৃক চীনে গ্রামীণ ক্ষুদ্রঋণ চালু করতে চুক্তি স্বাক্ষর।

চীনে বড় আকারে গ্রামীণ ঋুদ্রঋণ কর্মসূচি চালু করতে চীনের শীর্ষস্থানীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্রামীণ ট্রাস্টের সাথে চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে প্রফেসর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।

গত ২৪ নভেম্বর ২০১৬ জংইউয়ান ব্যাংক কোম্পানী লিঃ, চায়নার প্রেসিডেন্ট মিঃ ওয়াং জিয়ং তাঁর চার সদস্যর প্রতিনিধিদল নিয়ে চীনে বৃহৎ আকারে গ্রামীণ ঋুদ্রঋণ কর্মসূচি রেপ্লিকেট করার উদ্দেশ্যে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের সাথে ইউনূস সেন্টারে সাক্ষাৎ করেন। তের হাজার কর্মচারী নিয়ে জংইউয়ান ব্যাংক কোম্পানী লিঃ চীনের দেশব্যাপী বিস্তৃত একটি ব্যাংক। এর প্রধান কার্যালয় হেনান প্রদেশের রাজধানী জেংজুতে অবস্থিত। দশ কোটির অধিক জনসংখ্যা নিয়ে হেনান প্রদেশ চীনের প্রাণকেন্দ্র। তেরটি বাণিজ্যিক ব্যাংককে একীভূত করে ২৬ ডিসেম্বর ২০১৪ ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

জংইউয়ান ব্যাংক, গ্রামীণ ট্রাস্ট এবং চীনে সামাজিক ব্যবসা কর্মসূচি এগিয়ে নিতে প্রতিষ্ঠিত গ্রামীণ লিঃ (চায়না)-র মধ্যে এই উদ্দেশ্যে একটি ত্রি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। জংইউয়ান ব্যাংক কোম্পানী লিঃ-এর প্রেসিডেন্ট মিঃ ওয়াং জিয়ং, গ্রামীণ লিঃ (চায়না)-র মিঃ গাও জান এবং গ্রামীণ ট্রাস্টের জেনারেল ম্যানেজার মিঃ আব্দুল হাই খান এই চুক্তি স্বাক্ষর করেন। নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর এইচ, আই, লতিফী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সামাজিক ব্যবসার নীতিমালা অনুসরণ করে গ্রামীণ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠায় নবগঠিত এই ব্যাংকটিকে সহায়তা করার উদ্দেশ্যে এই চুক্তি স্বাক্ষরিত হলা। গ্রামীণ ট্রাস্টের বিশেষজ্ঞদের নিয়ে হেনান প্রদেশের কয়েকটি পরীক্ষামূলক শাখায় ব্যাংকটি অবিলম্বে গ্রামীণ ক্ষুদ্রঋণ কর্মসূচির প্রতিরূপ তৈরীর কাজ শুরু করবে। প্রতিরূপ তৈরীর কাজ সফলভাবে শেষ হবার পর ব্যাংকটি গ্রামীণ ট্রাস্টের পরামর্শ মোতাবেক দেশব্যাপী ক্ষুদ্রঋণ কর্মসূচি সম্প্রসারণের কাজ শুরু করবে।

জংইউয়ান ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ও ক্ষুদ্রঋণ বিভাগের প্রধান। প্রেসিডেন্ট মিঃ ওয়াং জিয়ং প্র্রফেসর ইউনূসকে তাঁর ব্যাংক পরিদর্শণ করতে এবং ব্যাংকের কর্মীদেরকে দরিদ্রদের সেবায় উদ্বুদ্ধ করতে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানান।

ছবির ক্যাপশন-১ঃ ২৪ নভেম্বর ২০১৬ ইউনূস সেন্টারে জংইউয়ান ব্যাংক ও গ্রামীণ লিঃ (চায়না)-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জংইউয়ান ব্যাংক কোম্পানী লিঃ-এর প্রেসিডেন্ট মিঃ ওয়াং জিয়ং, গ্রামীণ লিঃ (চায়না) থেকে মিঃ গাও জান এবং গ্রামীণ ট্রাস্টের জেনারেল ম্যানেজার মিঃ আব্দুল হাই খান নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর এইচ, আই, লতিফীর উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

ছবির ক্যাপশন-২ঃ নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর এইচ, আই, লতিফী ২৪ নভেম্বর ২০১৬ ইউনূস সেন্টারে জংইউয়ান ব্যাংক ও গ্রামীণ লিঃ (চায়না)-র মধ্যে সফল সমঝোতা স্মারক স্বাক্ষর প্রত্যক্ষ করছেন।

ছবির ক্যাপশন-৩ঃ ২৪ নভেম্বর ২০১৬ ইউনূস সেন্টারে সমঝোতা স্মারক অনুষ্ঠানে নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর এইচ, আই, লতিফী এবং জংইউয়ান ব্যাংক কোম্পানী লিঃ-এর প্রেসিডেন্ট মিঃ ওয়াং জিয়ং। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জংইউয়ান ব্যাংক কোম্পানী লিঃ-এর প্রতিনিধিদল, গ্রামীণ লিঃ (চায়না) থেকে মিঃ গাও জান ও তাঁর টীম, ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক জনাব লামিয়া মোর্শেদ এবং গ্রামীণ ট্রাস্টের জেনারেল ম্যানেজার মিঃ আব্দুল হাই খান।

Related News

27 Mar, 2013
D4SB Study Trip - August 2011
The YY Haiti Social Business Fund made its first investment! The supported organization, ETRE ayisyen Entrepreneurial Institute, is intended..
Read More
05 Jun, 2013
Yunus, AfDB launch 'Social Business'in Africa

Prof Dr Muhammad Yunus said no one should be unemployed, no problem can remain unresolved. Africa is one of the regions with the highest potential...

Read More
31 May, 2013
The 5th Social Business Design Lab

The 5th Social Business Design Lab took place at Yunus Centre on 15 June 2013. The participants from different organizations including Ms Pauli...

Read More
23 May, 2013
Yunus Calls for Minimum international Wage

Nobel Peace Prize winner Prof Muhammad Yunus has called for an international minimum wage for garment factory workers to shield them from exploita...

Read More